ঘুষদাবির অভিযোগ, ওসির অপসারণ চান শ্রমিকরা

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অভিযোগ করেছে, বাসে পেট্রলবোমা হামলার মামলায় ক্ষতিগ্রস্ত বাসের নাম ও নম্বর দেওয়ার জন্য বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুই লাখ টাকা দাবি করেছেন।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলমগীরের অপসারণ দাবি করেছে শ্রমিকদের এ সংগঠনটি। এর মধ্যে দাবি না মানা হলে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।
আজ মঙ্গলবার দুপুরে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘গত ১ মার্চ শিরোইল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা হানিফ এন্টারপ্রাইজের দুটি বাস পেট্রলবোমা মেরে পোড়ানোর ঘটনায় পুলিশ বাসের মালিকের এজাহার না নিয়ে মনগড়া মামলা করেছে। এতে বাসের নাম ও নম্বর দেওয়া হয়নি, যা না থাকলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। বিষয়টি জানালে ওসি আলমগীর হোসেন এ সংক্রান্ত কাগজ আদালতে পাঠানোর জন্য দুই লাখ টাকা দাবি করেন।’
তবে শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেন।
আলমগীরের বিরুদ্ধে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা মঙ্গলবার দুপুরে এবং রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।