সৈয়দপুরে মেয়র পদে বিএনপির প্রার্থী জয়ী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/12/photo-1452606936.jpg)
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার স্থগিত চারটি ভোটকেন্দ্রের নির্বাচন শেষে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আমজাদ হোসেন সরকার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৯১২ ভোট।
ভোট গণনা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সৈয়দপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিনহাজ উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন। তিনি এনটিভি অনলাইনকে জানান, নির্বাচনে ধানের শীষ প্রতীকের আমজাদ হোসেন সরকার জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মো. সাখাওয়াত হোসেন পেয়েছেন ২২ হাজার ৬৫ ভোট।
গত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সৈয়দপুরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর মুসলিম উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। ওই চারটি কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।