মুজিবনগরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
মেহেরপুরের মুজিবনগরে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের সূর্যোদয় গেস্ট হাউস মিলনায়তনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গায় অবস্থিত বিজিবির ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান এবং বিএসএফের পক্ষে বিএসএফের ১৫ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুকুমার সারেঙ্গী নেতৃত্ব দেন।
পতাকা বৈঠকে বিজিবির ১৫ সদস্য ও বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। পতাকা বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিএসএফ সদস্যরা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন।
মুজিবনগরে বিজিবির বিওপি কমান্ডার রুস্তম আলী বলেন, দুই দেশের সীমান্ত বিষয়ক সৌজন্যমূলক নিয়মিত বৈঠক এটি।