নরসিংদীতে ট্রাকে পেট্রলবোমা, দগ্ধ ২
নরসিংদীতে মালবাহী ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় চালকসহ দুজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকার চৈতাবোতে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন নরসিংদীর চৌয়ালা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ট্রাকচালক সোহরাব মিয়া (৪০) ও চাঁদপুরের অলিউল্লার ছেলে আল ইমরান (২০)।
সোহরাব মিয়া জানান, তাঁরা নরসিংদীর চৌয়ালা থেকে মালামাল নিয়ে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিলেন। ট্রাকটি নরসিংদীর চৈতাবো এলাকায় গেলে তাতে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাশেম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম জানান, আগুনে সোহরাব মিয়ার শরীরের ২০ শতাংশ ও অপর দগ্ধের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।