দল ভাঙার জন্য বিএনপির ঘরের শত্রুরাই যথেষ্ট

বিএনপি কিংবা বিএনপি নেতৃত্বাধীন জোট ভাঙার জন্য তাদের ‘আপন ঘরের শত্রুরাই যথেষ্ট’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপিকে আন্দোলন-সংগ্রামে একটি ‘ব্যর্থ’ দল হিসেবে আখ্যায়িত করেন।
আজ রোববার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সন্ত্রাসীদের হামলায় নিহত পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন ফরাজীর বাড়িতে যান এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী মরহুমের কবর জিয়ারতও করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘বিএনপির আপন ঘরের শত্রুই তাদের দল ও জোট ভাঙার জন্য যথেষ্ট। বাইরে থেকে আওয়ামী লীগের দল ভাঙার কোনো প্রয়োজন নেই।’
এ সময় মন্ত্রী বিএনপিকে ‘ব্যর্থ দল’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সরকার পরিচালনা করেও তারা সফল হয়নি। বিরোধী দলে থেকেও তারা আন্দোলন-সংগ্রাম জমাতে পারেনি। তাদের মিছিল-মিটিংয়ে মানুষ হয় না। নেতা-কর্মীরা হতাশ। ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে না এসে তারা ভুল করেছিল, তারা এখন সংসদে নেই। এবার তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তাই তারা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ।’
আন্দোলন-সংগ্রামে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের দল থেকে একযোগে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।