ইউপি সদস্যকে লক্ষ্য করে বোমা, একজন আহত
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য মীর শুকুর আলীকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি আহত হন।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কসবা এলাকায় শুকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম লিখন মিয়া (২০)। তিনি কসবা এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এর আগেও শুকুরের ওপর একাধিকবার বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন জানান, গতকাল রাতে ধানখোলা এলাকায় একটি মুদি দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিলেন শুকুর মীর। তাঁর সঙ্গে ছিলেন লিখন ও জাব্বারুল নামের দুজন। শুকুর বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে লিখন মিয়া আহত হন।
পরিদর্শক আরো জানান, লিখন গুরুতর আহত হওয়ায় প্রথমে তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত লিখনের ভাই হাফিজুল ইসলাম জানান, এর আগেও শুকুরকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত শুকুর মীরের ওপর কয়েক দফা বোমা হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পরিদর্শক মুক্তার হোসেন।