সহকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ
গাজীপুর বারের আইনজীবী ইব্রাহিম খলিলকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকার কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। রাজবাড়ী সড়ক ঘুরে ফের আদালত প্রাঙ্গণে গিয়ে সমাবেশ হয়।
গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহিম জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে আইনজীবী ইব্রাহিম খলিলের নামে জয়দেবপুর থানায় একটি চাঁদাবাজিন মামলা করে প্রতিপক্ষরা। পুলিশ কোনো তদন্ত ছাড়াই ওই মামলায় গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে গাজীপুর বারের আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বিক্ষোভ মিছিল শেষে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক মনির হোসেন, সরকারি আইনজীবী (পিপি) হারিজ উদ্দিন আহমদ ও আইনজীবী আমজাদ হোসেন বাবুল।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান আইনজীবী ইব্রাহিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।