পোড়া বস্তিবাসীর পাশে কার্ডিফের শিক্ষার্থীরা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার রায়েরবাজারের বাড়ৈইখালী বস্তিবাসীর হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
গত ১৮ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ঢাকার রায়েরবাজারের বাড়ৈইখালী বস্তি। আগুনে একটি রিকশা গ্যারেজের ২০টি রিকশা পুড়ে গিয়ে ডিএসকে-সিঁড়ি প্রকল্পের বেশ কয়েকটি পরিবার সর্বস্বান্ত হয়।
ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত লোকজন এ তীব্র শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করে আসছিল। আগুন লাগার পরই ধানমণ্ডির কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের খুঁদে শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল, স্যুয়েটার, শুকনো খাবার ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক শাহেদ নূর, মামুন-উর রশীদ প্রমুখ।
আজ বুধবার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।