এ বছরও অভিবাসী চ্যালেঞ্জ : পিটার সাদারল্যান্ড

এ বছর বিশ্বজুড়ে অভিবাসী সংকট মোকাবিলা চ্যালেঞ্জ হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বিশেষ দূত স্যার পিটার সাদারল্যান্ড।
রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএস) মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে 'অভিবাসন ও উন্নয়নে চ্যালেঞ্জ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় পিটার সাদারল্যান্ড মানবপাচার রোধে পাচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের পাশাপাশি সবাইকে আরো উদ্যোগী হবারও পরামর্শ দেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বা এসডিজিতে অভিবাসনকে অন্তর্ভুক্ত করার পেছনে বাংলাদেশের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন।
পিটার সাদারল্যান্ড জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী গৃহকর্মী নির্যাতনের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। বিষয়টি আরো বড় পরিসরে আলোচনার জন্য জাতিসংঘ বিভিন্ন দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন করার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
দুইদিনের সফরে গতকাল বুধবার পিটার সাদারল্যান্ড ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।