সাভারে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি

সাভারের পোড়াবাড়ি এলাকার বেদে সম্প্রদায়ের কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আজ শনিবার দুপুরে শিক্ষাবৃত্তি তুলে দেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ। ছবি : এনটিভি
বেসরকারি প্রতিষ্ঠান সোশ্যাল আপলিফটমেন্টের (সাস) উদ্যোগে সাভারের পোড়াবাড়ি এলাকার বেদে সম্প্রদায়ের কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে সাভারের নামাবাজার এলাকায় সার্স কার্যালয়ে ১০ জন শিক্ষার্থীর বৃত্তি তুলে দেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, সার্সের পরিচালক রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, নির্বাহী পরিচালক হামিদা বেগম।
শিক্ষাবৃত্তি পেয়ে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।
এদিকে দুপুরে ঢাকা জেলা পুলিশের আয়োজনে সাভারের তেঁতুলঝোড়ার মোহাম্মদ আলী স্কুলে প্রায় ৩০০ জনের মধ্যে বিনামুল্যে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।