দেশ নয়, বিএনপি ধ্বংসের মুখে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশ নয়, বিএনপি আজ ধ্বংসের মুখে চলে গেছে। এই কারণে বিএনপির লোকজন প্রলাপ বকছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ এ কথা বলেন। আজ শনিবার বিকেলে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জেলার পাঁচ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে দেশ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণতা অর্জন করেছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। রপ্তানি বেড়েছে। স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়েছে। এত উন্নয়ন যদি ধ্বংস হয়, তাহলে আমাদের কিছু বলার নেই। রাষ্ট্রক্ষমতায় থাকতে বিএনপি উন্নয়ন করতে পারেনি বলে আজকে জনগণ তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।
মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, পৌরসভা নির্বাচনের মধ্যদিয়ে যে বিজয়ের ধারা সূচিত হয়েছে, এই বিজয়ের ধারা আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনেও অব্যাহত থাকবে। এবং এই বিজয়ের ধারা দিয়েই আগামী ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম ছানা, মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ ও খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা বক্তব্য দেন। জেলার সব উপজেলা থেকে দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।