আইনি পথেই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আইনি প্রক্রিয়া অনুযায়ীই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রোববার সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ে আসছিল স্যাংশন (অনুমোদন) নেওয়ার জন্য। আইনগতভাবে একটা স্যাংশন আমাদের দিতে হয়, আমরা দিয়েছি।’
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দীন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অনুমোদন দেয় বলে জানান মন্ত্রী।
হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিতর্ক উৎসবের গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ‘আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।