দেড় মাস ধরে নিখোঁজ ব্যবসায়ী, খোঁজ চাইল পরিবার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে নিখোঁজ ব্যবসায়ী মাওলানা আতাউল্লাহকে ফিরে পেতে তাঁর পরিবারের সদস্যরা সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
আজ রোববার সকালে কক্সবাজার প্রেসক্লাবে পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে মাওলানা আতাউল্লাহর বড় ছেলে মোহাম্মদ হামেদ এ আহ্বান জানান। তাদের বাড়ি উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ায়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হামেদ দাবি করেন, ‘গত বছর ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হ্নীলা স্টেশনের দারুস সুন্নাহ মার্কেটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘মৌলানা স্টোর’ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাওলানা আতাউল্লাহকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানা ও কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা কিছুই জানে না বলে জানায়।’
‘আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। থানা কিংবা আদালতে বাবার বিরুদ্ধে কোনো মামলাও নেই। বৈধ ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।’
দেড় মাস ধরে বাবার হদিস না পেয়ে আট ভাইবোনসহ পরিবারের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় তিন কাটাচ্ছে বলেও উল্লেখ করেন মাওলানা আতাউল্লাহর বড় ছেলে।
মোহাম্মদ হামেদ জানান, এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাওলানা আতাউল্লাহর আট সন্তান, স্ত্রী ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।