ধর্মঘট থেকে সরে এলেন নৌযান শ্রমিকরা

নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের নৌধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে মালিক এবং শ্রমিকপক্ষের আলোচনার পর ধর্মঘট থেকে সরে আসে শ্রমিকরা। সভায় শ্রমিকদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা এবং লাইটারেজ জাহাজ শ্রমিকদের ১২ হাজার টাকা করাসহ বেশ কিছু দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল দুটি শ্রমিক সংগঠন। অন্যান্য দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের ৪৫ দিন অর্জিত ছুটি, ১৫ দিন নৈমিত্তিক ছুটি ও ১৫ দিনের চিকিৎসা ছুটি গেজেটের মাধ্যমে ঘোষণা করা।