রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ফরিদ হাবীব। আজ মঙ্গলবার বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় বাহিনীর বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন অ্যাডমিরাল ফরিদ। এসব কাজে সহায়তা করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন তিনি। রাষ্ট্রপতিও বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। পরে রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল দেখা করেন। ব্রিটেনে ব্যবসা-বাণিজ্যে সুনাম কুড়ানো এসব উদ্যোক্তা বাংলাদেশেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রপতির কাছে। বাংলাদেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে জানিয়ে রাষ্ট্রপতি তাঁদের এ দেশে বিনিয়োগ করে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।