চীনকে কাজে লাগিয়ে লক্ষ্যে যাবে বাংলাদেশ : শাহরিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি : এনটিভি
আগামী দিনে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাংলাদেশ তার লক্ষ্যে পৌছাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ মঙ্গলবার দুই দেশের সম্পর্কের ৪০ বছর উপলক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বেসরকারি সংস্থা বিস আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শাহরিয়ার আলম আরো বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে ওঠা চীন বাংলাদেশের অগ্রযাত্রায় নানাভাবে ভূমিকা রেখে চলেছে, যা ভবিষ্যতে আরো জোরদার হবে।’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত ওয়ান চানগুই।