বিক্ষোভের ডাক জাতীয়তাবাদী আইনজীবীদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফোরামের নেতারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং সমন জারি করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আইনজীবীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও সরকারকে হুঁশিয়ার করা হয়। বক্তারা বলেন, যে বক্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে তা কোনোভাবেই রাষ্ট্রদ্রোহের সংজ্ঞায় পড়ে না।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গতকাল সোমবার রাষ্ট্রদ্রোহ মামলা করে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ঢাকা মহানগর হাকিমের আদালতে করা এ মামলায় এদিন খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন আদালত।