অ্যাডমিরালের র্যাংক পরলেন নতুন নৌপ্রধান

নতুন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদকে আজ বুধবার দুপুরে অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ছবি : ফোকাস বাংলা
নতুন নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল তাঁকে অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজামউদ্দিন আহমেদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তাঁকে এই দায়িত্বের জন্য নিয়োগ দেওয়ায় নতুন নৌপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন।
নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন নিজামউদ্দিন আহমেদ।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল ফরিদ হাবীব। দায়িত্ব পালনকালে তাঁকে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন তিনি।