দূরপাল্লার বাস রাত ৯টার পরও চলবে

রাত ৯টার পর আবার রাজধানী থেকে সব জেলার উদ্দেশে বাস চলাচল করবে। বিকেলে সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা বলেন। আজ বৃহস্পতিবার রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে ।
আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘রাতে দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’
পরিবহন মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত ৯ ফেব্রুয়ারি পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে রাত ৯টার পর আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে রাতের বেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের একাধিক ঘটনা ঘটে। নাশকতা এড়াতে মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়। এরপরও যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা হলে রাত ৯টার পর দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।