প্রাথমিক বৃত্তির ফল রোববার
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৫ মার্চ রোববার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রোববার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বৃত্তির ফল প্রকাশ করবেন। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd-তে বৃত্তির ফল জানা যাবে।
২০০৯ সাল থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত সব শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মোট ৫৫ হাজার প্রাথমিক বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ২২ হাজার ও সাধারণ বৃত্তি ৩৩ হাজার।
ট্যালেন্টপুলে বৃত্তির হার প্রতি মাসে ২০০ টাকা এবং সাধারণ কোটায় বৃত্তির হার প্রতি মাসে ১৫০ টাকা। আগে এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের আলাদা একটি পরীক্ষায় অংশ নিতে হতো।