জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা হবে দুঃস্বপ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেবল চন্দ্রিমা উদ্যানের সমাধি থেকে নয়, জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে চিকিৎসক সমাবেশে এ কথা বলেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা হবে দুঃস্বপ্ন।’
‘গণতন্ত্র পুনরুদ্ধার-সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ চিকিৎসক সমাবেশে এ কথা বলেন নজরুল ইসলাম খান।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ‘গণতন্ত্র পুনরুদ্ধার-সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ চিকিৎসক সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সমাবেশে নজরুল ইসলাম খান আরো বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। আর এখন আওয়ামী লীগের নেতারা তাঁকে বলছেন পাকিস্তানের এজেন্ট।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা প্রশ্ন করেন, ‘কে জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন? যাঁরা এসব মন্তব্য করছেন তাঁরা জানেন না, কীভাবে তাঁরা তাঁদের নেতাকে অসম্মান করছেন।’
নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র এখন মৃতপ্রায়। গণতন্ত্র বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সহসভাপতি ডা. রফিকুল কবির লাবু। সমাবেশে বক্তব্য দেন মো. জয়নাল আবেদীন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. আব্দুস সালাম, ডা. সাইফুল ইসলাম সেলিম প্রমুখ।