মুক্তি পেয়ে খালেদা জিয়ার সাথে দেখা করলেন ছাত্রদল সভাপতি

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান। গত বুধবার রাত সোয়া ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
ছয় মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই সরাসরি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলে যান ছাত্রদলের সভাপতি। রাত ১২টা ১০ মিনিটে খালেদা জিয়া ফুল দিয়ে বরণ করেন তাঁকে।
এ সময় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বছর ১৯ জুলাই পটুয়াখালীতে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন রাজীব। তাঁদের গাড়িতে ইয়াবা ও মদ পাওয়ার কথা বলেছিল পুলিশ। সে সময় ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে পটুয়াখালীতে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন রাজীব। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পটুয়াখালীতে গ্রেপ্তারের পর ঢাকায় এনে নাশকতার বিভিন্ন মামলায় ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
তাঁর বিরুদ্ধে মোট ৪৭টি মামলা ছিল জানিয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়োরি ইউএনবিকে বলেন, উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়েছেন রাজীব।