জাবি শিক্ষার্থীকে পেটালেন বাসচালক-সহকারী

বাসভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বাসচালক ও তাঁর সহকারী।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় ওয়েলকাম ট্রান্সপোর্ট পরিবহনের চলন্ত গাড়ির ভেতরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ছাত্রের নাম মাহবুব হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে ভর্তি করা হয়েছে।
ওয়েলকাম পরিবহনের বাসযাত্রীরা জানান, দুপুরে সাভারের রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে আসার জন্য বাসটিতে ওঠেন মাহবুব হাসান। পরে তিনি বাসের সুপারভাইজারকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়া দিতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসচালক ও সুপারভাইজার দুজন মিলে মাহবুবকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীরা যেন রাস্তা অবরোধ করতে না পারে সেজন্য প্রান্তিক গেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদের বলেন, বিষয়টি তাঁরা জেনেছেন। আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।