ধামরাইয়ে দুটি লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ের কালামপুর ও চারিপাড়া গ্রামে এক ব্যবসায়ী ও এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, চারিপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে মুদি ব্যবসায়ী জাহিদুল ইসলাম (২১) গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। আজ সন্ধ্যায় পাশের রাবেয়া গার্ডেনের গাছে তাঁর মৃতদেহ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। জাহিদুলকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যেতে পারে বলে ধারণা পুলিশের।
অপরদিকে, রাতে কালামপুর বিসিক শিল্পনগরীর কেলিটা অ্যান্ড কনজ্যুমার বেভারেজ কারখানার তিনতলার কক্ষে রহমত আলী (২৩) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ দেখে সহকর্মীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত রহমত আলী নড়াইল সদরের শ্রীফলতলা গ্রামের সালাম মোল্লার ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুটি ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে এবং মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।