আন্দোলনের মুখে কিষোয়ান অ্যাগ্রোর শ্রমিকদের মজুরি বৃদ্ধি

নাটোরের কিষোয়ান অ্যাগ্রো লিমিটেড কর্তৃপক্ষ আজ শুক্রবার বর্ধিত হারে শ্রমিকদের মজুরি দেয়। ছবি : এনটিভি
শ্রমিক আন্দোলনের মুখে অবশেষে মজুরি বৃদ্ধি করেছে নাটোরের কিষোয়ান অ্যাগ্রো লিমিটেড। আজ শুক্রবার বর্ধিত হারে শ্রমিকদের মজুরি দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেতন বৃদ্ধির দাবিতে প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কিষোয়ান কর্তৃপক্ষ ঘণ্টায় ১০ টাকা হারে মজুরিতে কাজ করাত বলে জানান শ্রমিকরা। এই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা। আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা।
কিষোয়ান অ্যাগ্রো লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমাদুল হক জানান, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের মজুরি গড়ে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত হারে আজ তাঁদের মজুরি দেওয়া হয়েছে।