পকেটে টাকা না পেয়ে বন্ধুকে হত্যা
নীলফামারীর জলঢাকা উপজেলায় কালীগঞ্জ গ্রাম থেকে আজ সোমবার সকালে সাহেব উদ্দিন ঘুটু (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পকেটে টাকা না পেয়ে দুই কিশোর বন্ধু তাকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত ঘুটুর তিন কিশোর বন্ধুকে আটক করেছে। আটক কিশোররা হলো গোলনা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের মনোয়ার হোসেন, সালাউদ্দিন ও টিটু।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ বঙ্গবন্ধু হাটে বাবার ঝালমুড়ির দোকান থেকে বাড়ি যাচ্ছিল ঘুটু। পথে তার সঙ্গে যোগ দেয় গ্রামের বন্ধু মনোয়ার ও সালাউদ্দিন। ঘুটুর কাছে ৪৮০ টাকা আছে মনে করে কৌশলে বিড়ি খাওয়ার কথা বলে তাকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায় দুজন। সেখানে যাওয়ার পথে মনোয়ার ঘুটুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সালাউদ্দিন ঘুটুর ওপর ঝাঁপিয়ে পড়ে গলা চেপে ধরে টাকা আছে কি না জানতে চায়। ঘুটুর কাছে টাকা না পেয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে পাশের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে গলায় মাফলার বেঁধে রেখে চলে যায়। একপর্যায়ে গ্রামের টিটু বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে মনোয়ার ও সালাউদ্দিনকে দেখতে পায়। তারা টিটুর কাছে ঘুটুকে হত্যার কথা স্বীকার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, আটক তিন কিশোর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় ঘুটুর বাবা বাদশা মামুদ জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘুটুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক তিন কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।