উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ
সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করে হামলা ও শ্লীলতাহানির অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী তিন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে চাঁদাদাবি করে না পেয়ে গতকাল সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাঁর ওপর হামলা ও শ্লীলতাহানি করা হয়।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোমেনা পারভীন বাদী হয়ে থানায় এই অভিযোগ করেন।
এ ঘটনায় জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তরা হলেন সদর উপজেলার সরাইতৈল গ্রামের রাব্বি হাসান হৃদয় (২৫), পানিয়াবাড়ি গ্রামের আজিজুল ইসলাম আজিজ (৩৫) ও পিপুল বাড়িয়া গ্রামের মুকুল হোসেন (৩৮)।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৭ নভেম্বর দুপুরে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ডা. মোমেনা পারভীনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন রাব্বি হাসান হৃদয়, আজিজুল ইসলাম আজিজ ও মুকুল হোসেন। চাঁদা না দিলে তাঁরা হাসপাতালের বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশ করার হুমকিও দেন। ডা. মোমেনা পারভীন চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান আসামিরা।
এরপর গতকাল দুপুরে রাব্বি হাসান হৃদয়, আজিজুল ইসলাম আজিজ ও মুকুল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে এসে হাসপাতালে কর্মরত স্টাফ শহিদুল ইসলামের সঙ্গে মারমুখী আচরণ করেন। বিষয়টি শহিদুল ইসলাম স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীনকে জানান। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের নিজের অফিস কক্ষে আসতে বলেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। এ সময়ে অভিযুক্তদের মোবাইল ফোনে লাইভ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষ থেকে বের হয়ে পুনরায় টিকিট কাউন্টারে যান এবং অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এর একপর্যায়ে রাব্বি হাসান হৃদয় ও মুকুল হোসেন ডা. মোমেনা পারভীনকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে দুই হাতে রক্তাক্ত জখম ও টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেন।
ঘটনার পর থেকে রাব্বি হাসান হৃদয়, আজিজুল ইসলাম আজিজ ও মুকুল হোসেন পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয় যায়নি। তাঁদের মোবাইল ফোনও বন্ধ।