সুনামগঞ্জে শ্মশানঘাটের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালীতে কেন্দ্রীয় শ্মশানঘাটের জায়গা দখলের প্রতিবাদে এবং তা উদ্ধারের দাবিতে আজ শুক্রবার শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালীতে কেন্দ্রীয় শ্মশানঘাটের জায়গা দখলের প্রতিবাদে এবং তা উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ‘সনাতন ধর্মাবলম্বী সুনামগঞ্জের’ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলার সময় বক্তব্য দেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তী, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সেবক কুমার দাস প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ধোপাখালী এলাকার ইদ্রিছ আলীর ছেলে নাসির উদ্দিন ২০১২ সালে শ্মশানঘাটের মূল সম্পত্তির মধ্যে ২০ শতক জায়গা জাল দলিল করে দখল করে দালানকোঠা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে দখল করা এ জায়গা উদ্ধারসহ নাসির উদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।