তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, আতঙ্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অনুপ্রবেশ করেছেন। আজ শুক্রবার বিকেলে ভারতের মুড়িখাওয়া সীমান্ত ফাঁড়ির ১০-১২ জন সশস্ত্র বিএসএফ সদস্য তেঁতুলিয়া সীমান্তের সিদ্দিকনগর গ্রামে জোর করে ঢুকে পড়েন। এ সময় তাঁরা বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিভিন্ন হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখান।
বিএসএফের অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিজিবি ও বিএসএফ উভয় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
প্রত্যক্ষদশী ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রায়ই বিএসএফ তেঁতুলিয়া সীমান্তের বাংলাদেশি গ্রামে প্রবেশ করে। আজও বিকেলে ভারতের মুড়িখাওয়া সীমান্ত ফাঁড়ির ১০-১২ জন সশস্ত্র বিএসএফ সদস্য ওই গ্রামে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা গ্রামের লোকজনকে ধরে নিয়ে যাওয়াসহ নানা হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখান। পরে গ্রামবাসী সংগঠিত হয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করে। এ সময় দ্রুত ফিরে যাওয়ার সময় তাঁরা একটি ওয়াকিটকি (ওয়্যারল্যাস সেট) ফেলে যান।
বিজিবি নিয়মিত এলাকায় টহল না দেওয়ায় বিএসএফ বারবার এই এলাকায় প্রবেশ করে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তেঁতুলিয়া বিজিবি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওয়াকিটকিটি উদ্ধার করেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি পঞ্চগড় সদর উপজেলা সিংরোড সীমান্তে সিংপাড়া বিএসএফ ফাঁড়ির কয়েকজন সদস্য সীমান্তের নমলা গ্রামে ঢুকে পড়েন। এ সময় তাঁরা কয়েকটি গুলি ছোড়েন। খবর পেয়ে সিংরোড বিজিবি ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা ফিরে যান।