হেরোইন চোরাচালানের দায়ে নাটোরে একজনকে মৃত্যুদণ্ড

হেরোইন চোরাচালানের দায়ে নাটোরে ফারুক হোসেন (মধ্যে) নামের এক ব্যক্তিকে আজ বৃহস্পতিবার মৃত্যুদণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ। ছবি : এনটিভি
হেরোইন চোরাচালানের দায়ে নাটোরে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউর সিরাজুল ইসলাম জানান, ২০১২ সালের ১২ জুলাই নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ ফারুক হোসেন নামের এক মাদক পাচারকারীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফারুকের বাড়ি রাজশাহীর মহিষালবাড়ি এলাকায়। এ ঘটনায় মামলা হলে মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হয়। পরে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।