অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার সকালে শহরের এস এস রোডে জেলার কর্মরত সাংবাদিক এবং এনটিভির দর্শক ফোরামের আয়োজনে এই মানববন্ধন করা হয়। এতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, এনটিভির জেলা প্রতিনিধি অসীম মণ্ডল, জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ পারভেজ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মিলন ইসলাম খান, মির্জা মোস্তফা জামান, জিন্নাহ সরদার, আইনজীবী প্রতিনিধি রফিক সরকার ও শামচুজ্জোহা শাহেনশাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর বিজলী খাতুন প্রমুখ।
বক্তারা মোসাদ্দেক আলীকে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক উল্লেখ করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান।