হামলাকারী ছাত্রলীগকর্মীদের গ্রেপ্তারের দাবি
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে (রোববারের) মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা স্মরণ করিয়ে দেওয়া হয়। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাং এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাংয়ের সভাপতি শামসুল হক হায়দরী বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার কথা নয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনকে পাঁচ দিন সময় দিয়েছে। অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করেছেন সাংবাদিকরা।
শামসুল হক হায়দরী আরো বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা রক্ষা পেলে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়বে। তিনি দুর্বৃত্তদের দমন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিকদের দেওয়া পাঁচ দিনের সময় সীমা কাল রোববারের মধ্যে শেষ হয়ে যাবে মনে করিয়ে দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার বলেন, কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মধ্যে বিভেদ হোক তা সাংবাদিকরা চান না। তিনি সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের আশ্বাস রোববারের মধ্যে পূরণ করার দাবি জানান।
সমাবেশে আরো বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি মোসতাক আহমেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আরিচ আহমেদ শাহ্ , সহসভাপতি গোলাম মাওলা মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসনাত, লতিফা আনসারী রুনা, সাহেদা প্রিয়া, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাংয়ের সাধারণ সম্পাদক সফিক আহমেদ সাজিব, জয়নাল আবেদীন, মাসুদুল হক, জিশু রায় চৌধুরী বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত ছাত্রলীগকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আগামী রোববারের পর কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়। এ ছাড়া সমাবেশ থেকে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ গ্রেপ্তার হওয়া টেলিভিশন চ্যানেলের মালিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
গত বুধবার বিকেলে আওয়ামী লীগের পদযাত্রা কর্মসূচির সমাবেশে নগরীর লালদীঘি মাঠে ছাত্রলীগকর্মীদের হামলায় আট সাংবাদিক আহত ও লাঞ্ছিত হন। ছাত্রলীগের কর্মীরা কয়েকটি ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনায় বুধবার রাতে ১২ জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিকরা।