অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : সিআইডি প্রধান
পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন বলেছেন, পুলিশ সদস্যদের অভিযোগের মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ বিভাগ। লাখো পুলিশ সদস্যের মধ্যে কিছু কিছু খারাপ সদস্য থাকতেই পারে। তবে তাদের মধ্যে যে যতটুকু অপরাধ করবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার বিকেলে মেহেরপুর জেলায় সিআইডির নবনির্মিত ক্যাম্প অফিস উদ্বোধনকালে শেখ হিমায়েত হোসেন এসব কথা বলেন। ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিআইডির যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. শামসুল আলম, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতুসহ মেহেরপুর পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শেখ হিমায়েত হোসেন ক্যাম্পের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
মেহেরপুর জেলায় এই প্রথম সিআইডি পুলিশ ক্যাম্প অফিস স্থায়ীভাবে নির্মিত হলো। এর আগে জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে সিআইডির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।