আরেক মামলায় ফারাবী ফের রিমান্ডে
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় আটক শাফিউর রহমান ফারাবীকে এবার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত (রিমান্ড) পেয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান পুলিশের করা আবেদন মঞ্জুর করেন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ডিবি পুলিশের পরিদর্শক ও অভিজিৎ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান এ মামলায় ফারাবীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের হেফাজত মঞ্জুর করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান আজ সকালেই ফারাবীর বিরুদ্ধে এই মামলাটি করেন।
গত ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমির অমর গ্রন্থমেলা থেকে বেরিয়ে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন মার্কিন নাগরিক লেখক ও ব্লগার অভিজিৎ রায়। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও হামলায় গুরুতর আহত হন।
এরপর গত ২ মার্চ ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৩ মার্চ ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালত ফারাবীর ১০ দিনের হেফাজত মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে ফারাবি অভিজিৎ রায়কে হত্যার হুমকি দিয়েছিলেন, এমন দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফারাবীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।