ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে কক্সবাজারেও মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার কক্সবাজারে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। বিচারক অরুণ কান্তি পাল মামলাটি আমলে নিয়ে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন ফখরুল ইসলাম গুন্দু।
গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তাঁর ভুল স্বীকার করেন। এর পরই বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই মধ্যে গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন।
এরপর আজ গোপালগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাবীন নিম্মীর আদালতে ১০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না।
এ ছাড়া আজ মাহফুজ আনামের বিরুদ্ধে শেখ হাসিনার বিষয়ে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ঢাকায় আরেকটি মামলা করা হয়েছে। মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির এক সদস্য।
আইনজীবী মোস্তাফিজুর রহমান ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) পদে কর্মরত আছেন। আদালত আইনজীবীর জবানবন্দি রেকর্ড করে বিকেলে মামলাটির সরকারি অনুমোদন নিয়ে আগামী ২৮ মার্চের মধ্যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতির দায়ের করা মামলায় বলা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ১/১১ পরবর্তী সময়ে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। ওই সংবাদে মানহানি হওয়ায় আমরা ৫০ কোটি টাকার মানহানির মামলা করি।’
মামলার আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে সমন আদেশের প্রত্যাশা করছেন তিনি।