খোকসায় বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/19/photo-1455886383.jpg)
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খবির উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো চারজন যাত্রী আহত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার মোড়াগাছা ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা মোড়াগাছা ক্লাব মোড়ে কুমারখালীগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী এমএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার পাঁচ যাত্রীকে আহত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত রত্না (২৮), চৈতি (১৫), স্বপন (২৮) ও আবদুল্লাহ (৩৫) চিকিৎসাধীন রয়েছেন।
নিহত খবির উদ্দিন কুমারখালী উপজেলার খয়েরচারা গ্রামের মৃত জিউর উদ্দিন মোল্লার ছেলে। পুলিশ খবিরের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে দুর্ঘটনার পর এলাকার লোকজন বাসটি আটক করে। তারা রাস্তায় গাছ ফেলে অবরোধ ও বিক্ষোভ করে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদ জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাইনিপাড়ায় রাইস মিলের ফিতায় কাপড় জড়িয়ে পড়ে রশো খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ দুপুরে চাপড়া ইউনিয়নের রাইনিপাড়া গ্রামে মৃত ওয়াজ আলীর স্ত্রী রশো খাতুন চাল ভাঙাতে পাশেই শ্যালো ইঞ্জিনচালিত রাইস মিলে যান। ধান ভাঙানোর সময় মিলের চলন্ত ফিতার সঙ্গে কাপড় পেঁচিয়ে গেলে রশো খাতুন পড়ে যান। দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।