কুষ্টিয়ায় অনুপ্রবেশের অভিযোগে ৪ ভারতীয় আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/19/photo-1455900467.jpg)
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতের চার নাগরিককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে দৌলতপুরের চিলমারী ইউনিয়নের আতারপাড়া উদয়নগর সীমান্ত এলাকার ৮৪/৫ (এস) সীমান্ত পিলারের কাছ থেকে তাঁদের আটক করা হয়। তারা গরু পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানাধীন কার্গেল এলাকার ইমরান (২২), আলমগীর হোসেন (৩০), গিরি মণ্ডল (৩৫) ও কুদ্দুস শেখ (৩৫)। তাঁরা মূলত রাখাল। ভারত থেকে গরু নিয়ে এসে বাংলাদেশে পাচারের পর ফিরে যাওয়ার সময় পুলিশ তাঁদের অনুপ্রবেশের অভিযোগে সীমান্ত এলাকা থেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, ভারতীয় ১০০ রুপি ও বাংলাদেশি ৬০ টাকা উদ্ধার করা হয়। আটক ভারতীয়দের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।