আশুগঞ্জ স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
আবদুস সালামকে সভাপতি, কামাল হোসেন জয়কে সাধারণ সম্পাদক ও মাহিবী আল রানাকে সাংগঠনিক সম্পাদক করে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো সায়েদুল হক সাঈদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
সায়েদুল হক সাঈদ কমিটি ঘোষণা করার কথা স্বীকার করে বলেন, ‘আশা করি আশুগঞ্জের নবঘোষিত কমিটি চলমান আন্দোলনকে আরো বেগবান করবে।’
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, ‘প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি সঠিকভাবে পালনসহ দলীয় কর্মসূচি পালনে সচেষ্ট থাকব।’ এ জন্য তিনি সবার সহযোগিতা চান।