কর্তব্যরত আনসার সদস্যকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে কর্তব্যরত আনসার সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ইউপি সদস্য হলেন সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা। আর আহত আনসার সদস্য হলেন মোস্তাকিম হোসেন রিপন। আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায় শুয়ে আহত রিপন বলেন, ‘উপজেলার আলমনগর থেকে ভবানীপুর পর্যন্ত রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ চলছে। সদর ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এই কাজের সময় রাস্তায় যেন কোনো যানবাহন চলাচল না করে তা দেখাশোনায় আমাকে দায়িত্ব দেন। আমি সে মোতাবেক কাজ করছি। আজ দুপুর আনুমানিক আড়াইটায় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম মোস্তফার এক আত্মীয় রিকশা নিয়ে যাওয়ার জন্য আমাকে রাস্তার ব্যারিকেড উঠানোর জন্য বলেন। আমি তাতে রাজি হইনি। এরপর খবর পেয়ে মেম্বার গোলাম মোস্তফা ঘটনাস্থলে এসে ব্যারিকেড উঠানোর জন্য আমাকে বলেন। আমি ব্যারিকেড না উঠালে মেম্বার গোলাম মোস্তফাসহ তাঁর বাড়ির লোকজন আমাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে আমি গুরুতর আহত হই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তা ছাড়া এ ঘটনা কাউকে বললে আমাকে হাসপাতালে এসে আরও মারবেন বলে মেম্বার হুমকি দিয়েছেন।’
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য বলেন, ‘ওই আনসার সদস্য আমার সঙ্গে বেয়াদবি করায় আমি তাকে একটি থাপ্পড় মেরেছি। বাকি সব কথা মিথ্যা ও বানোয়াট।’
এ বিষয়ে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে আমি এলাকার বাইরে থাকায় প্রকৃত ঘটনা আমার জানা নেই। এলাকায় এসে জেনেশুনে ব্যবস্থা নেব।’
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, ‘আমি বিষয়টি অবগত নই। বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করব।’