ফরিদপুরে শহীদ মিনারে জনতার ঢল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/21/photo-1456015037.jpg)
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুর শহীদ মিনারে জনতার ঢল। ছবি : এনটিভি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
পরে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি ও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
এ ছাড়া শহীদ মিনার চত্বরে জেলা ছাত্রলীগের আয়োজনে মাতৃভাষায় মনের ভাব প্রকাশে গণস্বাক্ষর ও খেলাঘরের পক্ষ থেকে ভাষা ও মুক্তিযুদ্ধের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।