চট্টগ্রামে ককটেল হামলায় আহত ৬
চট্টগ্রামের আন্দরকিল্লায় ককটেল হামলায় রিকশাচালক, কলেজছাত্রসহ ছয় পথচারী আহত হয়েছেন। নগরীর কোতোয়ালির বক্সিরহাট পুলিশ ফাঁড়ির কাছে হাজারী গলির সামনে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম (৪৫), আবু তাহের (৬০), জুয়েল চক্রবর্তী (২৪), রাজীব চক্রবর্তী (২৮), শফিকুল ইসলাম (৪৪) ও শহীদুল ইসলাম (৪৫)।
চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান এনটিভি অনলাইনকে জানান, ককটেল হামলায় আহত ছয়জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাথা, চোখসহ আহতদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নগরীর বকশীর বিট এলাকায় অন্ধকারের মধ্যে মানুষের ভিড় লক্ষ্য করে সড়কের পাশে কোনো এক ভবনের ছাদ থেকে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে দুজন রিকশাচালক ও এক কলেজছাত্রসহ ছয় পথচারী আহত হয়েছেন। তিনি আরো জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।