কুষ্টিয়ায় শিলাবৃষ্টিতে বাড়িঘর, ফসলের ক্ষতি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার পাটিকাবাড়ি ইউনিয়নে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল বুধবার রাত ১১টার দিকে শুরু হওয়া শিলাবৃষ্টি ১০ মিনিট স্থায়ী হয়।
পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুর আলী বলেন, শিলাবৃষ্টিতে শুধু পাটিকাবাড়ি গ্রামেই প্রায় শতাধিক পরিবারের ঘরের টিন ফুটা হয়ে গেছে।
পাটিকাবাড়ি ইউপির চেয়ারম্যান সফর উদ্দিন জানান, ইউনিয়নজুড়ে অন্তত ৫০০ বাড়ির টিনের চালা ফুটা হয়ে গেছে। এ ছাড়া মাঠের গম, মসুরি, রসুন, পেঁয়াজ, পানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক হারে আমের মুকুলও ঝরে গেছে।