ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পলি কমল প্রি-ক্যাডেট স্কুলের ভোটকেন্দ্র পরিবর্তন করায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা জানান, পলি কমল প্রি-ক্যাডেট স্কুলের ভোটকেন্দ্র বাতিল করে নতুন কেন্দ্র করা হয়েছে সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলকে।
মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, মো. কামাল উদ্দিন, আরিফ, উসমান, মো. জসিম উদ্দিন, মাহবুব, নাছির, রনি, জনি প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমাদের এলাকায় প্রায় আড়াই হাজার হিন্দু-মুসলিম ভোটার দীর্ঘদিন ধরে আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে মিলেমিশে এই কেন্দ্রে ভোট প্রদান করে আসছি। নির্বাচন চলাকালে এই কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কোনো যৌক্তিক কারণ ছাড়াই পলি কমল প্রি-ক্যাডেট স্কুলের ভোটকেন্দ্রটি দূরবর্তী ও অনিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
বক্তারা এলাকার ভোটারদের সুবিধার্থে অবিলম্বে ভোটকেন্দ্রটি আগের স্থানে ফিরিয়ে আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধনে ওই ওয়ার্ডের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।