কুড়িগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫
কুড়িগ্রামে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল করিম মো. এশতেশাম জানান, সকালে ভোগডাঙ্গা বাজার থেকে হরতালের সমর্থনে লাঠি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি ভোগডাঙ্গা বাজারে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে জামায়াত-শিবিরের কর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পুলিশ ও দুই জামায়াতকর্মী আহত হয়। ওসি জানান, আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরির্দশক নাজমুল, কনস্টেবল আনোয়ার ও কনস্টেবল মহিমা রঞ্জন।
আহত জামায়াত-শিবিরকর্মীদের নাম জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে এরশাদুল হক, শহিদুল ইসলাম ও আব্দুল জলিল নামের তিন জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছে। মোরশেদুল করিম আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।