চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক বন্ধ থাকায় বিপাকে প্রার্থীরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/26/photo-1456500553.jpg)
চুয়াডাঙ্গা সদর উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আজ শুক্রবার সাধারণ সদস্য পদে মাত্র দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কিন্তু স্থানীয় সোনালী ব্যাংকের শাখা আজ শুক্রবার বন্ধ থাকায় অন্যরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। কাল শনিবারও ব্যাংক বন্ধ থাকবে।
নির্বাচনে পদ্মবিলা ইউপিতে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্য তিন ইউনিয়ন আলোকদিয়া, মোমিনপুর ও কুতুবপুরের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, শুক্রবার ছুটির দিনে ব্যাংক খোলা রাখার বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক ম্যানেজার বরাবর একটি চিঠি দেওয়া হয়। তারপরও ব্যাংক খোলা না থাকায় প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। অন্য দুই প্রার্থী হয়তো আগে টাকা জমা দেওয়ায় আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, ছুটির দিনে ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি না পাওয়ায় শুক্রবার ব্যাংক খোলা রাখা সম্ভব হয়নি। এর ফলে শনিবারও ব্যাংক বন্ধ থাকবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়নে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ মার্চ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র সংগ্রহ করতে হলে ব্যাংকে চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য পাঁচ হাজার টাকা, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে এক হাজার টাকা করে এবং সিডি বাবদ ৫০০ টাকা জমা প্রদান সাপেক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে হয়। এর আগে চেয়ারম্যানসহ ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।