টঙ্গীতে মাদকসহ দুই নারী আটক
গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে মাদকসহ দুই নারীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবা বড়ি, হেরোইন ও কয়েকটি মোবাইল ফোনসেটসহ প্রায় তিন লাখ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার চুলুরিয়া গ্রামের মো. বাচ্চু মিয়ার স্ত্রী নয়ন তারা ওরফে নয়ন (৩৫) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার ফুলকারচর গ্রামের মৃত আশ্রাব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৫৫)।
র্যাব সূত্রে জানা গেছে, টঙ্গীর মাজার বস্তি এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে অভিযান চালিয়ে নয়ন ও ফুলেছা বেগমকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম হেরোইন, এক হাজার ৯২০টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির দুই লাখ ৯৮ হাজার ২০৫ টাকা এবং ৯টি মোবাইল সেট জব্দ করা হয়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ফুলেছা বেগমের ছেলে মো. বাচ্চু মিয়া (৪০) পালিয়ে যান।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুই নারীকে থানায় সোপর্দ করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই দুই নারী দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় মাদক ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।