বেকা ফেনী ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিল

বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) ফেনী ইউনিটের আজীবন সদস্য মো. মোজাম্মেল হক খোন্দকার, আজীবন সহযোগী সদস্য মোস্তফা আজীজ আহম্মদ বাবর ও সনজিদা খাতুন রুবীর অকালমৃত্যুতে সংগঠনের ফেনী ইউনিটের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বেকা ফেনী ইউনিটের সদস্য ছাড়াও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি ও দোয়া পরিচালনা করেন ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর আহম্মদ।
অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রফেসর মেজর মিজানুর রহমান চৌধুরী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাহাদাত হোসেন, সাবেক সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, সহসভাপতি শাহনাজ বেগম মুক্তা, সাধারণ সম্পাদক এহসানুল হকসহ বেকার সদস্যবৃন্দ। বক্তারা বেকার সব সদস্যকে আগামী দিনে এক অপরের পাশে থেকে সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে একে গতিশীল করার আহ্বান জানান।