প্রতীক বরাদ্দ পেতেই জনসংযোগ শুরু
প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঝালকাঠির ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া প্রতীক নিয়ে এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, প্রথম দফায় ঝালকাঠি জেলার চারটি উপজেলার ৩১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চেয়ারম্যান পদে দলীয় নৌকা ও ধানের শীষ প্রতীক বরাদ্দ নেন। এ ছাড়া আজ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ নেন সাধারণ ও সংরক্ষিত সদস্যরাও।
পছন্দের প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা ছুটে যান নিজ নিজ নির্বাচনী এলাকায়। সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পড়েন প্রচারের কাজে। গণসংযোগ, লিফলেট বিতরণ ও দোয়া কামনা করে তাঁরা এখন ছুটে বেড়াচ্ছেন ভোটারের কাছে।
ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, এবারের নির্বাচনে জেলার ৩১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২২ জন, সাধারণ সদস্যপদে এক হাজার ১৫ ও সংরক্ষিত সদস্যপদে ৩০১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।