শ্যালো টিউবওয়েলের ঘরে যুবকের গলাকাটা লাশ

শেরপুর জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকা থেকে আজ সকালে ওসমান নামের যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
শেরপুর জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম ওসমান (২৩)। তিনি হেরুয়া এলাকার প্রয়াত আবদুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের ক্ষেতে পানি দেওয়ার জন্য ব্যবহৃত শ্যালো টিউবওয়েলের ঘরে ঘুমাতে যান ওসমান। সকালে কৃষকরা পানি ছাড়তে গিয়ে তাঁর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে জানা যাবে।’