সেপটিক ট্যাংক খুলতেই মিলল ৭ গ্রেনেড, ৪৭ গুলি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/04/photo-1457092751.jpg)
নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে আজ শুক্রবার পরিত্যক্ত অবস্থায় সাতটি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য আজ সকাল থেকে তিনটি পুরোনো সেপটিক ট্যাংক সরিয়ে নেওয়ার কাজ চলছিল। দুপুর ১টার দিকে শ্রমিকরা সেপটিক ট্যাংকের ভেতর একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ কাজ বন্ধ রেখে সদর মডেল থানায় খবর দেয়। পরে থানা পুলিশের উপস্থিতিতে সেখানে খনন করে সাতটি হ্যান্ড গ্রেনেড, ১২টি পিস্তলের গুলি ও ৩৫টি চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সাতটি গ্রেনেড ও ৪৭টি গুলি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের ফেলে যাওয়া বুলেট ও গ্রেনেড হতে পারে। কারণ এগুলোর মধ্যে পাঞ্জাবের একটি মনোগ্রামও পাওয়া গেছে।
এদিকে হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধারের খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাইলাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার করা হ্যান্ড গ্রেনেড ও গুলিগুলো সদর থানার পুলিশ পরীক্ষার জন্য নিয়ে গেছে।